নিজস্ব প্রতিবেদক :
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজারে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। র্যালিতে পুলিশ সদস্যগণের সাথে আরও অংশ গ্রহণ করেন বানেশ্বর বাজার বণিক সমিতি, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বানেশ্বর ও নাদের আলী স্কুল এন্ড কলেজ, বানেশ্বর, পুঠিয়া এর ছাত্র-ছাত্রী এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সকল স্তরের জনগণ। র্যালিতে আরো উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউপির
চেয়ারম্যান সুলতান আলী, বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি উসমান আলী, ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। র্যালি শেষে বানেশ্বর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় পুলিশ সুপার মহোদয় ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের সচেতনতা অন্যতম কার্যকর ব্যবস্থা হিসেবে উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে বানেশ্বর বাজারের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ দেওয়া হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০