পাবনা প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজুর রহমান মাহফুজ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। মৃত মাহফুজ পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে
মৃত মাহফুজের মামা নাহিদ হোসেন জানান, মাহফুজ শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করে ঢাকায় ভর্তি কোচিং করতে গিয়েছিলেন। ঢাকাতে অবস্থানকালীন সময়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন।
পরে ঈদের ছুটিতে বাড়িতে আসার পর তাকে মঙ্গলবার বিকালে পাবনা জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজ।
বুধবার সকাল দশটায় সদর উপজেলার বালিয়া হালট কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এই প্রথম কেউ পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাবার ঘটনা ঘটলো।
পাবনা জেনারেল হাসপাতালেল সহকারি পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় পাবনায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৪৬ জন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০