সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

খবর২৪ঘন্টা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬ জন।

রোববার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুই এবং ঢাকার বাইরে সাতজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৫০০ এবং ঢাকার বাইরে ১৫৫৬ জন। এ ছাড়া হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২৪৮৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৫৫ হাজার ৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৫ হাজার ৫৩০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।

এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৬ হাজার ১১৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৯২ হাজার ৫৭২ জন। আর ঢাকার বাইরে এক লাখ ৫৩ হাজার ৫৪২ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত এখন পর্যন্ত মোট ১২৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭৬৯ এবং ঢাকার বাইরে ৪৮৬ জনের মৃত্যু হয়।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।