সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু

খবর২৪ঘন্টা ডেস্ক
অক্টোবর ৪, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬৪ জন। মারা যাওয়া ১৬ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন, ৯ জন ঢাকার বাইরের।

অপর দিকে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৮৪৪ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ২৪৭ জনে।

বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট নয় হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৯৪৫ জন এবং দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৩৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ৯১৭ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।