খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে এই নিয়ে তৃতীয়বারের মত সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ আশরাফুল। আজ (মঙ্গলবার) বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এই সেঞ্চুরি করলেন টাইগার সাবেক অধিনায়ক।
রবিন লিগের শেষ ম্যাচে মোহামেডানের স্পিনার তাইজুল ইসলামকে ছক্কা মেরে লিগের তৃতীয় সেঞ্চুরি তুলেন তিনি। ১২৪ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংসে ১৩টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল। অবশ্য তাইজুলের বলেই ফিরতে হয়েছে তাকে। ১২৭ রানের মাথায় তার বলেই অবশ্য এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে চার মৌসুম পর লিগে ফেরা আশরাফুল আগের দুটি সেঞ্চুরিও বিকেএপিতে। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১০৪ ও অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০২ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০