খবর ২৪ ঘন্টা ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির মৃত্যুদণ্ড প্রাপ্ত কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরে ঢাকা মহানগরীর মগবাজারস্থ সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে ভাঙচুরকারীরা পুলিশের হাতে তুলে দেয় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে। পুলিশ তাৎক্ষণিক নিয়ে আসলেও শনিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে আদালত পাঠানো হয়েছে। ওসি জানান আওলাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০