খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার পাচঁজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে উপ-পুলিশ কমিশনার লালবাগ, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার লজিস্টিকস্, লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদারকে উপ-পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম ও পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০