খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদে আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) উত্তরা বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহিল কাফীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রমনা বিভাগ,
সহকারী পুলিশ কমিশনার মোঃ মতিউর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স এন্ড এ্যানালাইসিস ডিভিশন, সহকারী পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিনকে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-ট্রাফিক পূর্ব, সহকারী পুলিশ কমিশনার মোঃ তানভীর হোসেনকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-রমনা, সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার স্পেশাল এ্যাকশন গ্রুপ ও সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-রমনা মোঃ আহসান খানকে সহকারী পুলিশ কমিশনার ধানমন্ডি জোন হিসেবে বদলি করা হয়েছে।
০৪ ফেব্রুয়ারি’১৮ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০