খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ডিএনসিসি মেয়রপদে উপনির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার রাতে স্থগিতাদেশের কপি হাতে পেয়ে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে চার মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির ১৮ ওয়ার্ডের নির্বাচন।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন সাংবাদিকদের বলেন, আমরা আদালতের লিখিত রায়ের একটি ফটোকপি সংগ্রহ করেছি। এতে ডিএনসিসি নির্বাচন ছয় মাস ও ডিএসসিসি নির্বাচন চার মাস স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
এদিকে নির্বাচন সংশ্লিষ্টরা জানান, আদালতের স্থগিতাদের বিরুদ্ধে ইসি আপিল দায়ের না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার দুই সিটি নির্বাচন এক প্রকার অনিশ্চিত।
মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০