খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মডেলদের ব়্যাম্পে পোশাক খুলে যাওয়ায় ঘটনা আকছাড় ঘটে! ক্যামেরার ফ্লাশবাব্লের মাঝে অস্বস্তিকর পরিস্থিতি থেকে ঘুরিয়ে দাঁড়িয়ে ফের ক্যাটওয়াকে মাতেন সুন্দরীরা৷ সেই দৃশ্যই এবার অলিম্পিকের আসরে৷
দক্ষিণ কোরিয়ায় পায়ংচ্যাঙে শীতকালীন অলিম্পিকে আইস ডান্স প্রতিযোগিতার মাঝেই খুলে গেল এক মহিলা প্রতিযোগীর পোশাক৷ এতে তাঁর শরীরের উর্ধাংশ উন্মুক্ত হয়ে পড়ে৷ তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি৷ কোনও রকমে মহিলা প্রতিযোগীর সম্মান বাঁচান তাঁর ডান্স পার্টনার৷ ফরাসি আইস স্কেটার গ্যাব্রিয়েলা পাপাডাকিসের সঙ্গে ঘটেছে এই ঘটনা৷ অঘটন ঘটার আগেই অবশ্য পরিস্থিতি সামলে নেন পার্টনার গুইলাউম সিজারন৷
কোনও রকমে এক হাতে শরীরের উর্ধ্বাংশের পোশাক ধরে রেখেই ইভেন্ট সম্পূর্ণ করেন পাপাডাকিস৷ ব্যালেন্সিং-এর সময় তাঁকে যোগ্য সংগত দেন তাঁর পার্টনার৷ অলিম্পিকে ঘটে যাওয়া এই ঘটনা কেরিয়ারে সবচেয়ে খারাপ অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন ফরাসি এই আইস স্কেটার৷ সেই পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে পারায় গর্বিত তিনি৷ ইভেন্ট শেষে চোখের কোণে জল নিয়ে জানান, এমন কঠিন পরিস্থিতিতে নিজেদের ইভেন্টটা শেষ করার কথাই ভাবছিলাম৷ প্রার্থনা করেছিলাম কোনও রকম অঘটন যেন না ঘটে৷’
এমন ঘটনার জেরে ম্যাচ পয়েন্ট কাটার পরও দ্বিতীয় স্থানে শেষ করেছে ফরাসি এই জুটি৷ পয়েন্ট হারানোয় অবশ্য ক্ষোভ প্রকাশ করে পাপাডাকিসের পার্টনার বলেন, ‘পরিস্থিতির উলটো স্রোতে আমাদের পারফর্ম করতে হয়েছে৷ অনিচ্ছাকৃত এমন ঘটনায় পয়েন্ট কাটা না-হলেই ভালো হত৷’
অতীতে দক্ষিণ কোরিয়ার মিন উরা, রাশিয়ান স্কেটার ইকাটেরিনা রুবলেভার এমন পোশাক বিভ্রাটে পড়ার নজির রয়েছে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০