রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ‘সন্ত্রাস ও নিপীড়ণ বিরোধী মঞ্চে’র শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যা মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুন্ন করছে। ডাকসুর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতায় নৃশংস হামলা চালানো হয়েছে অভিযোগ করে বক্তারা আরও বলেন, পাকিস্তান আমলেও ডাকসুতে এমন নৃশংস হামলা হয়নি। এর আগে ভিপি নুরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ৮ বার হামলা করা হয়েছে। কিন্তু কাউকে বিচারের আওতায় নিয়ে আসেনি বিশ^বিদ্যালয় প্রশাসন।
হামলার সময় নুরদের বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেউ এগিয়ে আসেনি দাবি করে তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো একজন ছাত্রের জন্য সবচেয় নিরাপদ জায়গা। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ই বর্তমানে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে অনিরাপদ ও আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধনের এক পর্যায়ে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসলে তারা দ্রæত কর্মসূচি শেষ করে।
সাধারণ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার যুগ্ম আহবায়ক মুর্শেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.সালেহ হাসান নাকীব, আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহŸায়ক রিদম শাহরিয়ার, মাযহারুল ইসলাম প্রমুখ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০