নিজস্ব প্রতিবেদক :
মীর আকতার হোসেন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হঠকারিতায় গ্যাস বঞ্চিত রয়েছেন রাজশাহী মহানগরীর গ্রাহকরা। এ নিয়ে রাজশাহীর গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্যাস না থাকার কারণে গ্রাহকদের মধ্যে অনেকেই দুপুরে রান্না করতে পারেন নি। আবার অনেক পরিবার বিকল্প পদ্ধতিতে রান্না করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার তালাইমারীতে রাস্তা রিপিয়ারিংয়ের কাজ করছে মীর আকতার হোসেন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যেখানে তারা রাস্তা রিপিয়ারিংয়ের কাজ করছে সেখানে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পাইপ ছিল। রাস্তার তিন ফুট নিচ দিয়ে গ্যাসের লাইন ছিল। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাস কোম্পানিকে বিষয়টি অবগত না করেই নিজেরাই লাইন ড্যামেজ করে দেয়। এতে সেখানে অনেক পানি জড়ো হয়ে যায়। যার কারণে দুপুরের আগ থেকেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা সেখানে গিয়ে গ্যাস সংযোগ পুনরায় চালু করার জন্য চেষ্টা করেন। কিন্ত পানির কারণে তারা তা করতে পারেনি। রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ তাদের সেভাবে সাহায্য না করায় দিনভর গ্যাস কোম্পানির লোকজন সেখানে অবস্থান করেও কাজ করতে পারেনি।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার অনুপ কুমার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের বিষয়টি না জানিয়েই গ্যাসের লাইন ড্যামেজ করে দেয়। আমাদের পাইপ রাস্তার তিন ফিট নিচে ছিল। একটু সাবধনতার সাথে কাজ করলেই ক্ষতি হতো না। তারা জানালে আমরাই সেই ব্যবস্থা করতাম। বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানালেও দিনভর তারা কোন পদক্ষেপ নেয়নি। সন্ধ্যার দিকে তারা কাজ শুরু করেছে। সেই জায়গার পানি কমলে কাজ করে গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে।
নজরুল নামের এক গ্যাস গ্রাহক অভিযোগ করে বলেন, গ্যাস সরবরাহ বন্ধ করলে তা আগে ঘোষণা দেওয়া উচিত ছিল। কিন্ত কিছু বলা হয়নি। দুপুরে বাড়ি রান্না করতে পারেনি গ্যাসের কারণে। আর যে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাস কোম্পানি না জানিয়ে এমন কাজ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
আরেক গ্রাহক নাম না প্রকাশ করার শর্তে বলেন, এটা করা ঠিক হয়নি। গ্রাহকদের হয়রানি করা হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহের দাবি জানানো হয়নি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশারাফুল হক বলেন, বিষয়টি আমরা জানতাম না। এখন জানলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, রাস্তাটি অত্যন্ত ব্যস্ত এ জন্য সমস্যা একটু বেশি হচ্ছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০