রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক ঠাকুর ঘরে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্র বিজয় সাহা (১৮)। তিনি পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুধবার (৩১ মে) বানেশ্বর এলাকার দিঘলকান্দি গ্রামের শাহাপাড়ায় এ ঘটনা ঘটে। বিজয় একই গ্রামের মন্টু সাহার ছেলে।
পরিবারের প্রবীণ সদস্য রবীন্দ্রনাথ সাহা জানান, বুধবার সকাল নয়টার সময় তিনি ঘরের মন্দিরে পূজা করতে গেলে বিজয়কে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পান। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা আসলে ছুটে এসে লাশ নামায়।
এলাকাবাসী জানান, বিজয় কথা কম বলত। প্রতিবেশিদের সাথে ওঠা-বসা করতেেন না তিনি। তার মৃত্যুর সঠিক কারণ কেউ বলতে পারছেন না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তার আত্মহত্যা করার কারণ কেউ বলতে পারছেন না। তবে ময়নাতদন্তের জন্য বিজয়ের লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০