খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) খোকন, কনস্টেবল এনামুল হক, আব্দুল মমিন ও জামাল।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির জন্য একত্রিত হয়েছে। এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটলে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০