নিজস্ব প্রতিবেদক :
লাল মাফলার দিয়ে ট্রেন থামানো দুই ক্ষুদে বীর শিহাব ও লিটন কে সংবর্ধনা দিয়েছে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেন পশ্চিমাঞ্চল রেলের জিএম খায়রুল আলম।
তবে সংবর্ধনা পাওয়া ওই দুই শিশুকে প্লাষ্টিকের চেয়ারে বসানো হয়। আর এ নিয়েই সমালোচনা শুরু হয়। কারণ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি সবার চেয়ার ছিল গদির।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে রেল লাইন ভাঙা দেখে লাল মাফলার উঁচু করে দুই শিশু উড়াতে থাকে। চলন্ত তেলবাহী ট্রেনটি থেমে যায়। ফলে দুই শিশুর বুদ্ধিতে ইঞ্জিনসহ ৩২টি বগির তেলবাহী ট্রেন দুর্ঘটনা থেকে রেহাই পায়।
এর আগে গত বুধবার সকালে পাকশী রেলওয়েতে তাদের নগদ ১৩ হাজার করে টাকা ও কেষ্ট উপহার দেয়া হয়। এরপর আজ তাদের রাজশাহী রেলওয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০