খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কড়া সমালোচনা করে তাকে ‘খুবই অসৎ’ এবং ‘দুর্বল’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার (৯ জুন) ট্রুডোকে অভিযুক্ত করে এক টুইট বার্তায় এসব কথা মার্কিন প্রেসিডেন্ট জানান, ট্রুডো মিথ্যা বিবৃতি তৈরি করেছেন। যুক্তরাষ্ট্র জি-৭-এর কোনো ঘোষণায় অনুমোদন দেয়নি।
শনিবার টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছি যাতে কোনো ঘোষণা অনুমোদন না করে। সংবাদ সম্মেলনে জাস্টিনের মিথ্যা বিবৃতির ওপর ভিত্তি করেই এই নির্দেশ দিয়েছি। প্রকৃত ঘটনা হলো, কানাডা আমাদের কৃষক, শ্রমিক এবং প্রতিষ্ঠানগুলোর ওপর বেশি ট্যারিফ (শুল্ক) আরোপ করছে। যুক্তরাষ্ট্রে স্রোতের মতো ঢোকা অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোর ওপর আমরা শুল্ক আরোপের চিন্তা করছি।’
দ্বিতীয় আরেক টুইটে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, প্রধানমন্ত্রী ট্রুডো জি-৭-এর বৈঠকে খুবই বিনয়ী এবং নরম হওয়ার মতো অভিনয় করছিলেন, যাতে আমি চলে যাওয়ার পর সংবাদ সম্মেলনে ‘মার্কিন শুল্ক এক ধরনের অপমান’ এবং ‘তা চলতে দেওয়া উচিত নয়’ এরকম বিবৃতি দিতে পারেন। সে খুবই ‘অসৎ ও দুর্বল’।
এর কিছুক্ষণ আগেই ট্রুডো বলেন, আমি খুবই আনন্দিত যে আমরা সাতটি দেশ মিলে একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছি। তারা (যুক্তরাষ্ট্র) এতে স্বাক্ষর করেছে। তবে ট্রাম্প ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত বদলাবে এবং শেষপর্যন্ত স্বাক্ষর করবে না।
তবে এর পরপরই ট্রাম্প আরেক ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত পাল্টে দেবে এবং ঘোষণায় সই করবে না।
পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, জাস্টিন ট্রুডো এমন কোনো কথা বলেননি, যা আগে কখনো আলোচনা হয়নি। উন্মুক্ত পরিবেশে ও একান্ত বৈঠকে যে কথা হয়েছে, তাই তিনি সংবাদ সম্মেলনে বলেছেন।
জি-৭ জোটের সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় জি-৭ সম্মেলনের আউটরিচ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০