খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: কথায় বলে, ‘রাখে হরি মারে কে’। তাই যতই নিন্দুকেরা বলুক না কেন, দীপিকার মধ্যে হলিউডি ইমেজ নেই! তাতে নায়িকার কাঁচকলা। ‘ট্রিপল এক্স’-এর পর ফের হলিউডি ছবির অফার এসেছে দীপিকা পাড়ুকোনের ঝুলিতে। তবে ছবির কি নাম, কে কে থাকছেন সেখানে, এমনকি ছবির পরিচালকের নামটিও জানা যায়নি। আপাতত পুরোটাই মুখে মুখে ঘুরছে৷
এদিকে ইরফানের অসুস্থতার জন্য পিছিয়ে গিয়েছে, অভিনেত্রীর বলিউডে নেক্সট প্রোজেক্ট। যে ছবিতে প্রথমবার বিশাল ভারদ্বয়াজের সঙ্গে কাজ করবেন নায়িকা।
তবে এসব ছাড়িয়ে টিনসেল এখন মশগুল দীপিকা-রণবীরের বিয়ের খবরে। গুঞ্জন চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই লাভবার্ড। তাই বিয়ের শপিংয়েই নাকি এখন ব্যস্ত রয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে মা’য়ের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে বিয়ের গহনা কিনে ফেলেছেন দীপিকা।
প্রসঙ্গত, ‘মার্বেল’-এর এই বিখ্যাত কমিক চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন রায়ান রেনল্ডস। মে মাসে মুক্তি পাওয়ার কথা ‘ডেডপুল’-এর দ্বিতীয় সংস্করণের। ছবিটি ডাবিংয়ের অফারটি রণবীর সিংকে দেওয়া হয়েছিল। কিন্তু ‘গাল্লিবয়’-এর জন্য এই অফার ছেড়ে দিতে হয় নায়কে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০