সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সন্তানকে নিউইয়র্কের একটি আদালতে তলব করা হয়েছে। তারা হলেন ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।
সোমবার (৩ জানুয়ারি) মার্কিন গণমাধ্যমগুলো ট্রাম্পের সন্তানদের আদালতে হাজির হওয়ার খবর প্রকাশ করে।
নিউইয়র্ক আদালতের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের দুই সন্তানের ব্যবসা-সংক্রান্ত নথি চেয়ে আদালতে তলব করেন।
এর আগেও তাদের সম্পদের তথ্য চেয়ে একাধিকবার তলব করেন আদালত। কিন্তু তারা আদালতে হাজির হননি। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্প এবারও আদালতে হাজির হতে অস্বীকার করেছেন, বলে এবিসি নিউজ জানিয়েছে।
মামলার আইনজীবী জানান, তদন্ত চলতে থাকবে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়।
উল্লেখ্য, ট্যাক্স ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়েছে ট্রাম্প পরিবার। তাই তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০