আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার যে হুমকি দিয়েছেন তাকে মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউমান রাইটস ওয়াচ।
কাসেম সোলেইমানির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা শত্রুদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুমকি দেয়ার পর ট্রাম্প বলেন, ইরান যদি প্রতিশোধের হামলা করে তাহলে তাদের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনায় শক্তিশালী হামলা করা হবে।
ইরানের রয়েছে সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। শুধুমাত্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাতেই আছে দেশটির বিশটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের নাম। এদিকে হুমকি দিয়ে ফেঁসে গেছেন ট্রাম্প। কেননা আন্তর্জাতিক আইন অনুসারে ঐতিহ্যবাহী স্থাপনায় সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনায় হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তা সরাসরি যুদ্ধাপরাধ। পৃথক বিবৃতিতে হুমকি দেয়া বন্ধ করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০