আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ থেকে ডোনাল্ড ট্রাম্পের অপসারণ চান ৪২ শতাংশ মার্কিনী। কংগ্রেসের অভিশংসনের পরই রয়টার্স ও আইপিএসওএস পরিচালিত জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য।
১৭ ভাগের মতামত- অভিশংসনের আনুষ্ঠানিক নিন্দা জানানো উচিৎ প্রেসিডেন্টের। ২৯ শতাংশ নাগিরক মনে করেন, প্রতিনিধি পরিষদে পাস হওয়া অভিশংসন প্রস্তাব বাতিলের মাধ্যমে আসবে যুক্তরাষ্ট্রের মঙ্গল।
এছাড়া, ক্ষমতা অপব্যবহার করেছেন ট্রাম্প- এই অভিযোগের সাথে সহমত প্রকাশ করেন ৫৩ শতাংশ মার্কিনী। এছাড়া, ৫১ ভাগের দাবি- কংগ্রেসের অভিশংসন তদন্তে হস্তক্ষেপ করেছেন প্রেসিডেন্ট।
বুধবার কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসনের পক্ষে পড়ে ২৩০ ভোট। দেশের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন ট্রাম্প। অবশ্য, ক্ষমতা থেকে অপসারণে সিনেটে পাস হতে হবে প্রস্তাবটি। জানুয়ারিতে শুরু হবে বিচার প্রক্রিয়া।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০