নিজস্ব প্রতিবেদক :
ট্রাফিক সপ্তাহের ১০ দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যানবাহনে মোট ৩ হাজার ৫৫৬টি মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় মোটরসাইকেল ও সিএনজি মিলিয়ে মোট ১৩৯ টি যানবাহন জব্দ করা হয়েছে। আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় হয়েছে ৮৫ হাজার টাকা। পুলিশের দেওয়া ৩ হাজার ৫৫৬টি মামলা থেকে আদায় হবে সাড়ে ১৩ লাখ টাকা। ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার, বাস, সিএনজি ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে মামলা দেওয়া হয়।
সারাদেশের ন্যায় চলতি মাসের ৫ আগষ্ট রাজশাহী মহানগরীতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়। ট্রাফিক সপ্তাহে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেকপোস্টের পাশপাশি সচেতনতামূলক লিফলেট, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়। এ ছাড়া বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রোগাম করা হয়। ট্রাফিক সপ্তাহে প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চেকপোস্টের কার্যক্রম চলতো। ট্রাফিক সপ্তাহ ৭ দিন হলেও পরে আরো ৩দিন বাড়িয়ে ১০ দিন করা হয়। এই ১০ দিনে বিভিন্ন যানবাহনে মোট ৩ হাজার ৫৫৬টি মামলা দেওয়া হয় ও ১৩৯টি যানবাহন জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সদর ও ট্রাফিক বিভাগ ইফতে খায়ের আলম বলেন, ট্রাফিক সপ্তাহের ১০ দিনে বিভিন্ন যানবাহনে মোট ৩ হাজার ৫৫৬টি মামলা দেওয়া হয় ও ১৩৯টি যানবাহন জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মামলা থেকে আদায় জবে সাড়ে ১৩ লাখ টাকা।তিনি আরো বলেন, ট্রাফিক সপ্তাহ শেষ হলেও জনসচেতনতামূলক কার্যক্রম ও চেকপোস্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০