খবর ২৪ ঘণ্টা:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অনিয়ম নিয়ে গতকাল রোববার ২ আগস্ট খবর ২৪ ঘণ্টায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রেক্ষিতে সংশোধনী বক্তব্য দিয়েছেন টিআই-১ মোফাক্কারুল ইসলাম। তিনি বলেন, ট্রাফিক বিভাগের দায়িত্ব পাওয়ার পর থেকে যানজট মুক্ত নগর গড়তে চেষ্টা চালাচ্ছি। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, রাস্তা থেকে অবৈধ যান ধরে নিয়ে গিয়ে টাকা নেওয়ার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। প্রকৃত তথ্য হলো, অবৈধ যানগুলো ধরে আইনি প্রক্রিয়ায় জরিমানার মাধ্যমে ছাড়া হয়। এ ছাড়া ফুটপাতসহ ট্রাক, বাস
ও অন্যান্য স্ট্যান্ড থেকে টাকা তোলার বিষয়টি লেখা হয়েছে সেটিও সঠিক নয়। সংবাদে ক্যাশিয়ারের কথা উল্লেখ করা হয়েছে। ক্যাশিয়ার বলে কোন পদ পূর্বে ও ছিলনা এখনো নেই। কোন গোষ্ঠী অনৈতিক সুবিধা নিতে না পেরে খবর ২৪ ঘণ্টার কাছে মিথ্যা অভিযোগ করেছে। এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলো। এদিকে, এ ধরণের সংবাদ প্রকাশের ক্ষেত্রে খবর ২৪ ঘণ্টার পক্ষ থেকেও আরো যাচাই-বাছাই করা হবে বলে কর্তৃপক্ষ মন্তব্য করেছে। সেই সাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০