ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ির বিবিরহাটে জে ইউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- নোয়াখালীর কবিরহাট থানার মৃত রাজেন্দ্র আচার্য্যের ছেলে মানিক আচার্য্য (৫০)। ২৫ বছর বয়সী আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর সরওয়ার আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে এবং অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০