খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। তবে এবার অপেক্ষার পালা শেষ, আগামী মাসে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে রাখা হয়েছে তাকে। দলে আছেন আরেক ইনজুরি ফেরত পেসার কাগিসো রাবাদাও।
এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্টে গত জানুয়ারিতে ইনজুরিতে পড়েন স্টেইন। তারপর থেকে মাঠের বাইরে তিনি। তবে দলে ফেরার প্রস্তুতি হিসেবে সম্প্রতি কাউন্টিতে হ্যাম্পাশায়রের হয়ে ওয়ানডে কাপে অংশ নেন। এছাড়া, টেস্ট দলে ফিরেছেন ইনজুরি ফেরত আরেক পেসার কাগিসো রাবাদা।
আগামী ১২ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ জুলাই। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, ডিন এলগার, হেনরিখ ক্লাসেন, কেশব মাহারাজ, এইডেন মার্করাম, লুনগি এনগিদি, ভারনন
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০