খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ মো. রুবেল (২২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মাপাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী রোহিঙ্গা গ্রুপের সদস্য ছিলেন বলে জানায় র্যাব।
র্যাব ১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, মঙ্গলবার ভোরে বড় হাবির ছড়া নতুন মেরিন ড্রাইভ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হবে- এমন গোপন সংবাদে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ৪/৫ জন মাদক ব্যবসায়ী গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় জানা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০