খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবা কারবারী’ দুদু মিয়া নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়ন নাজিরপাড়ার মৃত সোলতান আহাম্মদের ছেলে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে সদর ইউনিয়ন মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভ বীচ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানান ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটককৃত দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয় পাড়া মেরিন ড্রাইভ এলাকায় গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে গেলে উঁৎপেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে এএসআই সনজিৎ, এএসআই নাজিম উদ্দিন, কনেস্টবল ইব্রাহিম আহত হয়।
পরে পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন মাদক ব্যবসায়ী দুদু মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ৫টি অস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মৃতদেহটির ময়নাতদন্ত ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে হস্তান্তর করেছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০