খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফিটনেস নিয়ে সচেতন এখন সবাই৷ ফলত সেলেব্রিটিদের জিম সেশনের সময় দীর্ঘায়িত হচ্ছে দিনে দিনে৷ আজকাল তো তারকারা আবার ওয়ার্ক আউটের জন্য অন্য একটি ইন্টারেস্টিং বিষয় বেছে নিয়েছেন৷ তেমনটাই করলেন ইয়ামি গৌতম৷ ফিজিকাল ট্রেনিং হিসেবে বেছে নিলেন পোল ডান্স৷ সেই ভিডিও এখন সাইবার দুনিয়ার হটকেক৷
ম্যাডাম কি আর শুধু নিজের ঘাম ঝরাচ্ছেন? মার্চ মাসের এই গরমে মানুষ যেখানে টিকতে পারছে না, সেখানে ইয়ামির এমন ছবি ভাইরাল হল যা চড়চড় করে বাড়াচ্ছে উষ্ণতার পারদ৷ নীল রংয়ের ফিটনেস ক্রপ টপ, কালো শর্টস৷ খুবই সাধারণ জিমওয়্যার৷ তবে ইয়ামি এই সাধারণ পোষাকে হয়ে উঠেছে অসাধারণ৷ তার সঙ্গে পোল ডান্সের মুভনেন্ট৷ এমন হট ছবি চোখের আড়াল হয় কীকরে? উল্টে দৃষ্টি আটক যাওয়ার কথা!
তবে হঠাৎ পোল ডান্সই কেন এত কিছু থাকতে? আসল কারণটা খুলে জানালেন অভিনেত্রী৷ এক সাক্ষাৎকার অনুযায়ী ইয়ামির ফিটনেস আর ডান্সের প্রতি যে ভালোবাসা আছে তা থেকেই পোল ডান্স মাথায় আসে তাঁর৷ তাই জন্যই জয়েন করেন আরিফা ভিন্ডরওয়ালার পোল ডান্সের ক্লাসে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০