খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক:পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ লম্বা। ২০০৩ সাল থেকে খেলে যাচ্ছেন তিনি। অনেকেই ভেবেছিলেন ২০১৯ বিশ্বকাপ খেলেই অবসরের ঘোষণা দেবেন এই ক্রিকেটার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা পর্যন্ত অবসর নেবেন না বলে জানিয়েছেন হাফিজ।
সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে নিজের অবসর প্রসঙ্গে কথা বলেন মোহাম্মদ হাফিজ। সেখানে তিনি বলেন, আমি ভেবেছিলাম বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহন করব। টেস্টের মতো এই ফরম্যাটেও আমি নিজের পরিকল্পনা অনুযায়ী অবসর নিতে চেয়েছি। নিজের লক্ষ্য স্থির রেখে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার সামর্থ্য বিবেচনায় রেখেছি।
এ অফস্পিনিং অলরাউন্ডার আরো বলেন, আমি একটা বড় টুর্নামেন্টে ভালো পারফর্ম করে এরপর অবসর নিতে চাই। সেক্ষেত্রে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আশা করি আমি জিতে বিদায় নিতে পারব। এখন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে আমার অবসর নেয়ার সময়টাও পিছিয়ে যাবে। কারণ আমি সেখানে খেলতে চাই।
এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতেই খেলেছেন হাফিজ। শুধু পাকিস্তানের শিরোপাজয়ী ২০০৯ সালের আসরে খেলেননি তিনি। খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০