স্পোর্টস ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখল পাকিস্তান টিম। বাংলাদেশকে টি-২০ সিরিজে হারিয়ে একনম্বর জায়গাটি অটুট রাখে পাকিস্তান।
বাংলাদেশের বিরুদ্ধে সোমবার তৃতীয় তথা ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা হওয়ায়, তিন ম্যাচের সিরিজ ২-০ জিতে যায় পাকিস্তান। আগের দু'টি ম্যাচে বাংলাদেশকে তারা হারিয়েছে যথাক্রমে ৫ ও ৯ উইকেটে।
২০১৮ সালের জানুয়ারি থেকে টি-২০র আইসিসি র্যাংকিংয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছে পাকিস্তান। ২০১৯ সালে ৯টি টি-২০ ম্যাচ খেলে আটটিতে হারায় চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জেতায় শীর্ষস্থানটি ধরে রাখতে সমস্যা হয়নি।
শীর্ষ টি-২০ দল হিসেবে পাকিস্তানের পয়েন্ট এখন ২৭০। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়া পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছেন অস্ট্রেলীয়রা।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০