খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: কানাডার জুনিয়র আইস হকি দলের বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে ১৪ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। জানা গেছে, বাসে করে যাওয়ার সময় এক লরির সঙ্গে দলটির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবরটি নিশ্চিত করেছে কানাডার পুলিশ
এ দুর্ঘটনায় ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সবার প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, এ দলটির নাম 'হামবল্ট ব্রঙ্কোস'। এ প্রসঙ্গে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসে মোট ২৮ জন ছিলেন। তাদের মধ্যে ১৪ জনই নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। শুক্রবার বিকেলে ঘটা এ দুর্ঘটনাটিতে বাসে থাকা খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।
জুনিয়র হকি লিগে নিপাউইন হকসের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে সাসকাচেয়ান যাচ্ছিল হামবল্ট ব্রঙ্কোস। দুর্ঘটনায় আহত অন্য ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০