নিজস্ব প্রতিবেদক :
রাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থেকে ট্রেনের অগ্রিম টিকিট না পেয়ে বিক্ষোভ করেছে যাত্রী ও তাদের স্বজনরা। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পর ১৮ জুনের টিকিটের জন্য শুক্রবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে ছিল যাত্রীরা। সকাল ৯টার আগে কাউন্টার থেকে ১৮ জুনের অগ্রীম ১৬টি এসি টিকিট বিক্রির পর টিকিট নাই বলে জানানো হয়। এর প্রতিবাদে যাত্রী ও তাদের স্বজনদের বিক্ষোভ করে।
যাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে বিশেষ ট্রেনের টিকিট দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
যাত্রীদের অভিযোগ, টিকিট কালোবাজারি করে বিক্রি করা হয়েছে। এর প্রতিকার করা দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে রাজশাহী রেলওয়ে ষ্টেশনের সুপারিন্টেনডেন্ট গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
খবর২৪ ঘন্টা/এম কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০