টানা ১৪ দিন তাপদাহ ও অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটের সুনামগঞ্জ ও কোম্পানীগঞ্জের কিছু এলাকায়। সারাদেশের মানুষের যখন গরমে হাঁসফাঁস অবস্থা, তখন বৃষ্টিতে ভিজল সিলেটবাসী।
সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে হালকা বৃষ্টি হয়ে থেমে যায়। এরপর রাত ১০টায় শুরু হয় শিলাবৃষ্টি।
সুনামগঞ্জ পৌরবিণির ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আবদুর রউফ উদ্দিন বলেন, গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এখন কিছুটা বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি।
তরমুজ ব্যবসায়ী অমিতা পাল বলেন, গরমে মানুষের রোগবালাই দেখা দিয়েছিল। বৃষ্টির দেখা পাওয়ায় একটু আরাম লাগছে। আরও একটু বৃষ্টি হলে পরিবেশ শান্ত হবে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে রাতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেটের আবহাওয়া পর্যেবক্ষক শাহ মোহাম্মদ সজিব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আগেই আমরা বৃষ্টির আভাস দিয়েছিলাম। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও এর আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।
এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এরমধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। সুত্র- আরটিভি
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০