খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টাঙ্গাইল-নাগরপুর সড়কের বেড়াবুচনা নামক স্থানে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৮) সে দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামের নছু মিয়ার ছেলে।
টাঙ্গাইল পৌর এলাকার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দেলদুয়ার থেকে টাঙ্গাইল আসার পথে সিএনজিটি বেড়াবুচনা নামক স্থানে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা চারজন যাত্রীর ১জন ঘটনাস্থলে নিহত হন। এবং আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় উত্তেজিত পথচারী নাগরপুর-টাঙ্গাইল সড়কটি ১ঘণ্টা বন্ধ করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০