সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে নিহত ১

R khan
মার্চ ২৯, ২০১৮ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইকালে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইয়ের সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাহ উদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছুড়ে। এতে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।
এদিকে এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের তিনটি উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঘাটাইল উপজেলায় ছয়টি ইউনিয়ন, টাঙ্গাইল সদরে একটি ও কালিহাতীতে একটি ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।