টাঙ্গাইল যমুনা সেতুর পূর্ব পাশে বাস দুর্ঘটনায় বড়াইগ্রামের তাহসিম (৭)নামে শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসিম নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের আব্বাস আলীর সন্তান।
স্বজনরা জানান,বৃহস্পতিবার সকালে আব্বাসের স্ত্রী রাজেনা তার তাহসিম ও তানিম জমজ দুই সন্তানকে নিয়ে ঢাকায় ভাড়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।পথে যমুনা সেতুর পূর্ব পাশে দুর্ঘটনায় তাহসিম নিহত হয়।তানিম ও তার মা রাজেনা অসুস্থ অবস্থায় টাঙ্গাইল প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছে।
জানা যায়,চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একতা পরিবহন যমুনা সেতু পূর্বপার পার হয়ে বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হাড়িয়ে মাইক্রোবাসে উপর তুলে দেয়।ঘটনাস্থলে বাসে থাকা ৩যাত্রী ও মাইক্রোবাসে ৩জন ঘটনাস্থলে নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০