খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার গোল্ল্যা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১শে এপ্রিল) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার মোঃ হোসেন আলী (৩০)।
টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান যে, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের গোল্ল্যা নামক স্থানে দাড়াঁনো একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পিছন থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
এসময়, ট্রাকের হেলপারসহ আরও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০