নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩১ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
আহত যাত্রীরা জানান, তারা প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক। ঈদ আনন্দ উপভোগ করতে তারা বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে ১২০ জনের মতো শ্রমিক সিলেটের উদ্দেশ্যে রওনা হন। টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩১জন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি মোশারফ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০