টাঙ্গাইলে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
আটককৃতরা হলেন- পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার মৃত আ. খালেক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৩), আ. রাজ্জাক মৃধার ছেলে শাওন মৃধা (২৫) ও কচুয়াডাঙ্গা এলাকার নূর মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আল মামুন (২০)।
টাঙ্গাইলের র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর সাড়ে ৯টায় একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড হতে সাবালিয়া তানযীমুল উম্মাহ মাদরাসার একজন শিক্ষককে অপহরণ করে নিয়ে যায়। এই বিষয়ে ভিকটিমের বড় ভাই টাঙ্গাইল র্যাব অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিভিন্ন জায়গায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। অনুসন্ধান করে জানতে পারে যে, ভিকটিম ও অপহরণকারীরা আকুরটাকুর পাড়া এলাকায় অবস্থান করছেন।
অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে বিভিন্ন স্থান পরিবর্তন করে এবং ভিকটিমের পরিবারের সাথে মুক্তিপণের টাকার বিষয়ে দেন দরবার করে। অপহরণকারী চক্র অপহরণের টাকা বিকাশ এজেন্টের দোকানে গ্রহণ করার তথ্য নিশ্চিত হওয়ার পর ও ভিকটিমকে মুক্তি না দিয়ে ভিকটিমকে নিয়ে বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে।
ভিকটিম আভিযানিক দলকে জানিয়েছেন, অপহরণ চক্রের ৮ থেকে ১০ জন সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে তাকে এক নারীর সঙ্গে অশ্লীল ভিডিও এবং ছবি তুলে রাখে এবং অনেক মারপিট করতো এবং তার পরিবারের নিকট হতে মুক্তিপণের জন্য ৫ লাখ টাকা দাবি করে।
পরে বৃহস্পতিবার সকাল ১১ টায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০