খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ফুটবলারদের মধ্যে বিশ্বে সবচেয়ে ধনী কে? এমন প্রশ্নের উত্তরে গত দু’বার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার তাকে হটিয়ে শীর্ষে জায়গা করে নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোবর্সের করা ১০০ শীর্ষ ধনী খেলোয়াড়ের তালিকায় অবশ্য মেসি দ্বিতীয়।
এই তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লোয়েড মেওয়েদার। খেলা ও বিজ্ঞাপন থেকে তার মোট আয়ের পরিমাণ ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসি ১১১ মিলিয়ন আয় করেছেন। ১০৮ মিলিয়ন আয় করে শীর্ষ থেকে তিনে নেমে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।
৯৯ মিলিয়ন মার্কিন ডলারে চতুর্থ অবস্থানে রয়েছে মিক্স মার্শাল আর্টের তারকা কনর ম্যাকগ্রেগর। ৯০ মিলিয়ন নিয়ে পঞ্চমস্থানে ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০