খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: বলিউডপাড়ার টপ কিসার কে? ইমরান হাশমি? হ্যাঁ, ইমরান হাশমি তো হতেই পারে। কারণ তাকে যে বলা হয় সিরিয়াল কিসার! তবে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সম্পর্কে এ কী বললেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে! সবচেয়ে নাকি ভালো চুমু খান টাইগার শ্রফ!
বলিউডের স্টার কিডদের মধ্যে অনন্যা পাণ্ডে এখন প্রথম সারির নাম। চাঙ্কি পাণ্ডের মেয়ে ইতোমধ্যেই নিজস্ব ফ্যান বেস তৈরি করেছেন। সামনেই মুক্তি পাবে তার ডেবিউ ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। এই ছবিতে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনন্যা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করেছেন তার সহ-অভিনেতা নাকি সবচেয়ে ভালো চুমু খান! সাক্ষাৎকারে টাইগার প্রশ্ন করেন, ‘আমি কিসে সেরা?’ তারপর নিজেই উত্তর দেন, ‘আমি চুমু খাওয়ায় সেরা’। তার সেই বক্তব্যকে সমর্থন করেন অনন্যা।
স্টুডেন্ট অব দ্য ইয়ার টু ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে টাইগার এবং অনন্যার চুমুর দৃশ্য রয়েছে। অনন্যা জানিয়েছেন, এই প্রথম তিনি কোনো সহ-অভিনেতাকে চুমু খেলেন। আপাতত করণ জোহরের প্রযোজনা এবং পুনিত মালহোত্রার পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে নতুন জুটিকে দেখার অপেক্ষায় রয়েছে সিনে মহল।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০