খেলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দারুণ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার নেমেছে টি-টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্যে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে তাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচ এখনও শুরু হয়নি।
কুড়ি ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন হলেও র্যাংকিংয়ে দুই দলের তেমন ফারাক নেই—ক্যারিবীয়রা ৭ আর বাংলাদেশ ১০ নম্বরে। মুখোমুখি লড়াইয়েও সাকিব-তামিমরা তেমন পিছিয়ে নেই। এর আগে ৬ বার মুখোমুখি হয়ে দুবার জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে তিনবার, অন্য ম্যাচটি পরিত্যক্ত। প্রথম জয় এসেছিল প্রথম দেখাতেই, ২০০৭ বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল ও আফতাব আহমেদের দুর্দান্ত ফিফটিতে। মিরপুরে চার বছর পর দ্বিতীয় জয়ে বড় অবদান মুশফিকুর রহিমের অপরাজিত ৪১ রানের।
বাংলাদেশের আগের টি-টোয়েন্টিতে খেলা আবু জায়েদ রাহী এবার নেই। একাদশে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। আর সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলকে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কেসরিক উইলিয়ামস, কিমো পল।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০