খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলের একাদশতম আসরে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস।
নিজেদের ঘরের মাঠে হোম কন্ডিশন কাজে লাগাতে পরে ব্যাট করার কথা জানায় সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরবাদের স্পিন সহায়ক উইকেটে নিজেদের স্পিনারদের উপর ভরসা রেখেছে সানরাইজার্স।
টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা বোলার আফগানিস্তানের রশিদ খান এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে নিজেদের স্পিন বিভাগের গুরুদায়িত্ব চাপিয়েছে দলটি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০