নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার হ্যামিল্টনের ম্যাকলিন পার্ক থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও জিটিভি।
এদিন দুই দলেই একটি করে পরিবর্তন করা হয়েছে। কিউইদের হয়ে লোকি ফার্গুসনের বদলে জায়গা পেয়েছেন অ্যাডাম মিলনে। অন্যদিকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। দলে সুযোগ করে নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজদের।
হ্যামিল্টনে প্রথমে ৩ উইকেটে ২১০ রান তোলে ব্ল্যাকক্যাপসরা। জবাবে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০