খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক:নিজেদের ঘরের মাঠে জয়ের ধারা খুঁজে পেতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ৫ ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে দিল্লি।
অন্যদিকে গেইল ঝড়ে টানা তিন ম্যাচ জেতার পর, নিজেদের জয়ের ধারা বজায় রাখতে দিল্লির মাঠে খেলতে এসেছে পাঞ্জাব; কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচের একাদশে নেই জ্যামাইকান দানব গেইল।
গেইলের পরিবর্তে পাঞ্জাবের একাদশে এসেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার। তাদের একাদশে অন্য তিন বিদেশি ক্রিকেটার হলেন অ্যারোন ফিঞ্চ, মুজিবুর রহমান এবং অ্যান্ড্রু টাই। অন্যদিকে জয় পেতে মরিয়া দিল্লি একাধিক পরিবর্তন এনেছে একাদশে। তাদের চার বিদেশি ক্রিকেটার হলেন গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, লিয়াম প্লাংকেট এবং ট্রেন্ট বোল্ট।
দিল্লি একাদশ : গৌতম গম্ভীর, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, পৃথ্বি শা, ড্যান ক্রিশ্চিয়ান, রাহুল তেওয়াতিয়া, লিয়াম প্লাংকেট, অমিত মিশ্র, আভেশ খান এবং ট্রেন্ট বোল্ট।
পাঞ্জাব একাদশ : লোকেশ রাহুল, অ্যারোন ফিঞ্চ, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, ডেভিড মিলার, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, মুজিবুর রহমান, অ্যান্ড্রু টাই, বারিন্দার স্রান এবং অঙ্কিত রাজপুত।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০