রয়েল খান স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় খেলাটি শুরু হবে। বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও মাছরাঙ্গা খেলাটি সরাসরি সম্প্রচার করছে।
এ ম্যাচেও জয় নিয়ে ছন্দে থাকতে চায় কুমিল্লা। তাইতো দুই ম্যাচ হাতে রেখে কোয়ালিফায়ার নিশ্চিত করার পরও খুলনার বিপক্ষে নির্ভার হতে চায় না তারা।
অন্যদিকে, প্লে অফ নিশ্চিত করলেও কোয়ালিফায়ার এখনো নিশ্চিত হয়নি খুলনা টাইটানসের। সমীকরণ বলছে, এখনো সেই সুযোগ আছে ঢাকা ও রংপুরেরও। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতে কোয়ালিফায়ারে খেলতে মরিয়া মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।
এর আগের দেখায় জয় পেয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাই এবার প্রতিশোধ নেবারও সুযোগ আছে খুলনা টাইটানসের।
কুমিল্লা ভিক্টোরিয়ানস
দেশি : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।
বিদেশি : শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান, ফখর জামান, জস বাটলার, কলিন মানরো, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমন মিরে, রুম্মন রাইস।
খুলনা টাইটানস
দেশি : মাহমুদউল্লাহ, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন (শান্ত), আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।
বিদেশি : জুনাঈদ খান, সরফরাজ আহমেদ, সাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাফেট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লিন, কাইল অ্যাবট, রাইলি রুশো, সিকুগে প্রসন্ন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার, মাইকেল ক্লিঙ্গার।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০