খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। চলতি আসরে এখনো পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচে পরে ব্যাট করা দলই জয় পেয়েছে। যার ফলে রান ডিফেন্ড করার চেয়ে রান তাড়া করার পথকেই বেঁছে নিয়েছেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীর।
দিল্লি এবং রাজস্থান- উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজয় বরণ করে। দুই বছর বিরতির পর আইপিএলে ফিরে হায়দরাবাদের বোলিংয়ের বিপক্ষে জবাবই খুঁজে পায়নি রাজস্থানের ব্যাটসম্যানরা। অন্যদিকে ব্যাটসম্যানরা ভালো করলেও, পাঞ্জাবের ওপেনার রাহুলের ১৫ বলের তাণ্ডবেই দিশেহারা হয়ে যায় দিল্লি। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
জয়ের খোঁজে খেলতে নামা ম্যাচে আগের ম্যাচের সাথে কোনো পরিবর্তন আনেনি রাজস্থান রয়্যালস। তবে অমিত মিশ্রর বদলে শাহবাজ নাদিম এবং ড্যান ক্রিশ্চিয়ানের বদলে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েছে দিল্লি।
ম্যাক্সওয়েল ছাড়া দিল্লির অন্য তিন বিদেশি খেলোয়াড় হলেন কলিন মুনরো, ক্রিস মরিস এবং ট্রেন্ট বোল্ট। রাজস্থানের পক্ষে বিদেশী কোটায় নামছেন ডি’আরকি শর্ট, বেন স্টোকস, বেন লাফলিন এবং জশ বাটলার।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০