খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আসরে দুই দলের প্রথম দেখায় জয় পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুর্দান্ত খেলছে চেন্নাই। ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে তারা। সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও নিজেদের দখলেই রেখেছে ধোনির দল।
অন্যদিকে সমান ৮টি ম্যাচ খেলে ৪টি করে জয়-পরাজয় দেখেছে কলকাতা। পরের রাউন্ডে যেতে তাই জয় পেতে মরিয়া দলটি। পিঠের ইনজুরিতে এই ম্যাচে কলকাতার একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান নিতীশ রানা, তার বদলে এসেছেন রিংকু সিং। অপরিবর্তিত একাদশে নেমেছে চেন্নাই।
কলকাতা একাদশঃ ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, দিনেশ কার্তিক, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শুবমান গিল, অইয়ুশ চাওলা, কুলদ্বীপ যাদব, শিভাম মাভি এবং মিচেল জনসন।
চেন্নাই একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, কার্ন শর্মা, হরভজন সিং, কেএম আসিফ, লুঙ্গি এনগিডি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০