খবর২৪ঘণ্টা.ডেস্ক:ভয়াবহ ধুলোঝড় এবং প্রবল বৃষ্টিতে ক্রমশ গুরুতর হচ্ছে উত্তর প্রদেশ এবং রাজস্থানের অবস্থা। ধুলোঝড় এবং প্রবল বৃষ্টির জেরে রাজস্থান এবং উত্তর প্রদেশে ১০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে ২০০। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ইতিমধ্যেই ওই দুই রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজও।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর প্রদেশ এবং রাজস্থানে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস রয়েছে। জানা যাচ্ছে, পূর্ব রাজস্থানের আলোয়ার, ধওলপুর, ভরতপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুত্ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। উপড়ে পড়েছে একাধিক গাছ। তবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভরতপুর জেলায়।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০