খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা নামক স্থানে বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় নয়ন কুমার ঘোষ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
ঝিনাইদহ সরকারি কেসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষের ছেলে।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান জানান, মটরসাইকেলযোগে নিকটস্থ প্রতাপপুর গ্রামে বোনের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বেলা পৌনে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটার মাটি সড়কের উপর পড়ে থাকার কারণে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাটির কারণেই মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাকচালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০