খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলালে ঝড়ে গাছচাপায় দুই শিশু সন্তানসহ মা নিহত হয়েছেন। তবে নিহতের স্বামী অন্য ঘরে থাকায় বেঁচে গেছেন। মঙ্গলবার রাতে পৌরশহরের খলিশাগাড়ি গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম, তার সাত বছর বয়সের নেওয়াজ মিয়া ও তিন বছর বয়সের ছেলে নিয়ামুল হোসেন। ক্ষেতলাল থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, রাতে দুই সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমান শিল্পী। এ সময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি গাছ টিনের চালের ওপর ভেঙে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা মা ও দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নেওয়াজ, পরে শিল্পী-নিয়ামুলও মারা যান। খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০